1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
October 15, 2025, 7:42 am
শিরোনাম :
সৌদিতে নিখোঁজের ১৫ দিন পর মরুভূমিতে মিলল শিবচরের সবুজের অর্ধগলিত লাশ সোনারগাঁয়ে নিখোঁজের চার দিন পর সায়মার ব্যাগবন্দি লাশ উদ্ধার ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে অস্ত্রসহ সিএনজি চালক আটক ভাড়া নিয়ে বাকবিতণ্ডা, তাকওয়া পরিবহনের হেলপার-কন্টাকটরের হামলায় যাত্রীর মৃত্যু প্রাণ গেল ইলিয়াসের,এক আসামি গ্রেফতার তারেক রহমানের বিবিসি স্বাক্ষাৎকার-তৃণমুলে সম্পৃক্ত নেতাকে দেয়া হবে মনোনয়ন-মুলাদী-বাবুগঞ্জে তৃণমুলের পছন্দের প্রার্থী আঃ ছত্তার খান মনোহরদীতে উপজেলা যুবদলের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দুই কোটি টাকা জালিয়াতি: ঈদগাঁওয়ের ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা। সিলেট নগরীর আম্বরখানায় যুক্তরাজ্য প্রবাসীর দোকান কোঠা আত্মসাতে ১ জন গ্রেফতার টাঙ্গাইলে ট্রেনে কাটা অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার বগুড়ার নিশিন্দারা ইউনিয়ন বিএনপির উদ্যোগে ৩টি ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন

আলফাডাঙ্গায় ওসির অপসারণ চেয়ে মানববন্ধনের প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক

স্টাফ রিপোর্টার
  • সময়: Saturday, October 4, 2025,
  • 36 Time View

স্টাফ রিপোর্টারঃ-ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধনের প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শনিবার(৪ অক্টোবর)সকাল সোয়া ১০টার দিকে উপজেলার কলেজ রোডে অবস্থিত চুয়াল্লিশের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন-উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন,উপজেলা যুবদলের কর্মী রমজান মোল্যা,পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী ও আলফাডাঙ্গা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম।

আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো. শাহজালাল আলম বলেন,গত শুক্রবার রাতে হামলার অভিযোগে থানায় একটি মামলা হয়েছে।এ মামলার আসামি বিএনপি নেতা খোশবুর রহমান খোকনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।তারা আজ মানববন্ধন কর্মসূচি দিয়েছিল।তাদের ঐ মামলায় আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়,গত শুক্রবার রাতে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন পাশ্ববর্তী বোয়ালমারী উপজেলার রূপপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের বাসিন্দা ও ছাত্রদল নেতা বনি আমিন।

অভিযোগে উল্লেখ করা হয়, বনি আমিনসহ আলফাডাঙ্গা উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য এ কে এম উজ্বল হোসেনকে মারধর করে আহত করা হয়েছে। মামলায় ছয়জনকে নাম উল্লেখ করে এবং ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারনামীয় আসামিরা হলেন-উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খোশবুর রহমান খোকন (৫০),উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম দাউদ (৪৪),উপজেলা যুবদল নেতা রমজান মোল্যা(৩৩),উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মো.সালাউদ্দিন (৩০),পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো.কাইয়ুম সিকদার (৪৫)ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরব আলী(৩৫)।

খোঁজে জানা গেছে,আলফাডাঙ্গা উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত।এক অংশের নেতৃত্ব দেন কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।অপর অংশের নেতৃত্ব দেন বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনু।উভয়ই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা ও মধুখালী)আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।শামসুদ্দিন মিয়ার পক্ষে আলফাডাঙ্গায় নেতৃত্ব দেন খোশবুর রহমান খোকন।

সম্প্রতি খোশবুর রহমান খোকনের বিরুদ্ধে ফেসবুকে পোস্ট দেন নাসির গ্রুপের সদস্যরা।এ বিষয়কে কেন্দ্র করে গত শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে আলফাডাঙ্গা সদর বাজারে খোকন গ্রুপের লোকজন বোয়ালমারীর সাবেক ছাত্রদল নেতা বনি আমিনের ওপর হামলা চালায়।

পরে হাসপাতালে নেওয়ার পথে নাসির গ্রুপের আরেক সমর্থক উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য একেএম উজ্জ্বলের ওপরও হামলা চালানো হয়। এতে তারা আহত হন।এ ঘটনায় দায়ের করা অভিযোগটি রাতেই থানায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host