স্টাফ রিপোর্টারঃ- সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শরৎকালের স্নিগ্ধ আকাশ আর শুভ্র কাশফুলের পটভূমিকায় এ উৎসব পুরো দেশ জুড়ে নিয়ে আসে সম্প্রীতির বার্তা প্রতি বছরের ন্যায় এ বছরও খুলনা-৩ আসনসহ মহানগরীতে ব্যাবক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে জেনে আমি অত্যন্ত আনন্দিত।
সনাতন ধমীয় বিশ্বাস অনুসারে, মহিষাসুরের অত্যাচার যখন মানুষ ভয় ও আতঙ্কে মুহ্যমান,সমাজে অন্যায়-অবিচার যখন চরম আকার ধারণ করেছিল,তখন আবির্ভাব ঘটেছিল দেবী দুর্গার।
দেবী দুর্গা মহিষাসুরকে বধ করে সমাজে প্রতিষ্ঠা করেছিল সুখ-শান্তি সমাজে অন্যায়,অবিচার,সন্তাসরুপী অসুরশক্তি দমনের মাধ্যমে শান্তিপ্রতিষ্ঠার লক্ষ্যে শারদীয় দুর্গাপূজা করে থাকেন সনাতন ধর্মাবলম্বীরা।
বাঙালি হিন্দুর প্রাণের দুর্গোৎসব এ দেশে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে আবহমানকাল ধরে চলে আসছে। কাল পরিত্রুমায় এ উৎসব হয়ে উঠছে সর্বজনীয়। দুর্গাপূজার সাথে মিলে আছে বাংলার চিরায়ত ঐতিহ্য ও সাংস্কৃতিক।মানবতাই ধর্মের শাশ্বত বাণী।ধর্ম মানুষকে সত্য ও কল্যাণের পথে আহ্বান করে,অন্যায় থেকে দূরে রাখে এবং শান্তির পথ দেখায়।
শারদীয় দূর্গাপূজার ঐক্য,সৌহার্দ্য,ন্যায় ও সম্প্রীতির শক্তিকে ধারণ করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা,স্বাধীনতার ঘোষক,শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের অসাম্প্রদায়িক সোনার বাংলা বিনিমাণে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নেতৃত্বে সম্মিলিতভাবে দেশের ও দলের জন্য কাজ করবো- এ আমাদের দৃঢ় প্রত্যয়।
খুলনা-৩ আসনের পক্ষ থেকে জানাই খুলনা মহানগরীর সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা।বাংলাদেশ জিন্দাবাদ,শহীদ জিয়া অমর হোক,দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ,তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ।
আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল।ছাত্র-বিষয়ক সম্পাদক জাতীয় নির্বাহী কমিটি বিএনপি।