রিপোর্টারঃ সাইফুল হাসান,কাশিয়ানী গোপালগঞ্জ প্রতিনিধি- বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোর ছয়টায় ঢাকা খুলনা মহাসড়ক এর উপজেলার মাজড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত সিমান্ত(১৭) যশোর জেলার বেনাপোল থানার পুটখালী গ্রামের মফিজুর রহমান মিন্টুর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায় কাভার্ড ভ্যানটি অজ্ঞাতনামা একটি গাড়ির পিছনে সজোরে ধাক্কা দিলে হেলপার ঘটনাস্থলে নিহত হয়।পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনাস্থল থেকে চালক পালিয়ে যায়।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ওসি মাকসুদুর রহমান মুরাদ ঘটনার বিষয় নিশ্চিত করে জানান- হাসপাতালের প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে,ট্র্যাকটি আমাদের হেফাজতে রয়েছে,আইনি প্রক্রিয়ায় চলমান।