নিজস্ব প্রতিবেদকঃ–
রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) ঢাকা মহানগর দক্ষিণের বৃহত্তর ডেমরা থানা কমিটি গঠন উপলক্ষে পরামর্শ সভা ২৯ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার স্থানীয় মালেক ভূঁইয়া শপিং কমপ্লেক্সে আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আরজেএফ এর ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন আরজেএফ এর ভারপ্রাপ্ত অর্থ সচিব মনোয়ারা খানম, আজীবন সদস্য মোঃ জুয়েল মিয়া,ঢাকা মহানগর আরজেএফ এর সাংস্কৃতিক সম্পাদক মোঃ বাবুল হোসেন, আরজেএফ এর সাধারণ পরিষদ সদস্য মোঃ সজিব, মোঃ সাইফুল ইসলাম রঞ্জু,মোঃ এনামুল হক ও মোঃ ফয়েজ।
সভায় আগামী ৫ সেপ্টেম্বর দক্ষতা উন্নয়ন বিষয়ক কাউন্সিলিং ও বৃহত্তর ডেমরা থানা আরজেএফ এর সাংগঠনিক কাউন্সিল অনুষ্ঠিত হবে।