রিপোর্টারঃ রাজশাহী প্রতিনিধি-রাজশাহীর পুঠিয়ায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার হওয়া এক বৃদ্ধার ক্ষতবিক্ষত লাশকে ঘিরে চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ফিরোজ (২৫)কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) বুধবার (২৭ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকার সাভার থানাধীন কলমা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়,গ্রেফতার ফিরোজ রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর গ্রামের মো.সাইদুর রহমানের ছেলে।
গত ২৬ মে বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে গৃহিণী ওই বৃদ্ধা ছাগল আনতে উজালপুর বিলে যান।কিন্তু তিনি আর বাড়ি ফিরে আসেননি।সন্ধ্যার পর তার ছেলে এরশাদ ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে খোঁজাখুঁজি করতে গিয়ে দেখেন,তার মায়ের দুটি ছাগল বাধা অবস্থায় আছে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়।
পরে রাত সাড়ে ৮টার দিকে উজালপুর গ্রামের ইদ্রিসের ভুট্টা ক্ষেতে ওই নারীর লাশ পড়ে থাকতে দেখা যায়।তার মুখ ও গলা ওড়না দিয়ে পেঁচানো ছিল।নিহতের ছেলে লাশ শনাক্ত করেন।ধারণা করা হয়,বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৮টার মধ্যে অজ্ঞাত কারণে তাকে হত্যা করা হয়।
নারকীয় এই হত্যাকাণ্ডে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।মর্মান্তিক এ ঘটনা দেশব্যাপী প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়াতেও ব্যাপক সাড়া ফেলে।নিহতের ছেলে বাদী হয়ে পুঠিয়া থানায় একটি অজ্ঞাতনামা হত্যা মামলা দায়ের করেন।
ঘটনার পর র্যাব ছায়া তদন্ত শুরু করে এবং নিয়মিত গোয়েন্দা নজরদারি চালাতে থাকে।এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিএসসি, রাজশাহী এবং র্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল বুধবার বিকেলে ঢাকা জেলার সাভার থানাধীন কলমা এলাকা থেকে আসামি ফিরোজকে গ্রেফতার করে।
র্যাব জানায়,পলাতক অন্যান্য আসামিদের গ্রেফতারে তাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।গ্রেফতার ফিরোজকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।