সিলেট প্রতিনিধিঃ সিলেটের জকিগঞ্জ উপজেলার ফুলতলী ছাহেব বাড়িতে অনুষ্ঠিত হয়েছে আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহর হাদিস শরিফ ও দালাইলুল খায়রাত সনদ বিতরণী মাহফিল।
শনিবার (২৩ আগস্ট) ফুলতলী ছাহেব বাড়ি প্রাঙ্গণে আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ মাহফিলে হাদিস শরীফ ও দালাইলুল খায়রাত শরীফের সনদ প্রদান করা হয়।
সনদ প্রদান করেন উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী।
মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত শত শত আলেম-উলামা ও নবীপ্রেমী মানুষের সমাগম ঘটে।