স্বাধীনতা !
লেখক-জামান ভূঁইয়া
রক্ত দিয়ে এনেছি আমরা
যে স্বাধীনতা ,
মুছে ফেলতে চাইছে তারা
কত বড় কথা !
কত বড় বুকের পাটা
৭১ মুছতে চায় ,
কত বড় শক্তি তাদের
আছে যে গায় ।
১৬ ডিসেম্বর বিজয় দিবস
অস্বীকার করতে চায় ,
দেশদ্রোহী সেই সকল লোক
সাহস কোথা পায় ?
৭ মার্চ নাকি কিছুই না
বুঝতে চায়না তারা ,
সব স্মৃতি মুছে ফেলতে চায়
স্বাধীনতা চায়নি যারা ।
৯ মাস যুদ্ধ করে যারা
আনলো স্বাধীনতা ,
তাদের আজ করছে অপমান
ভুলতে চায় তাদের কথা ।
মা-বোনেরা দিয়ে ইজ্জত
স্বাধীনতা এনে ,
তারাইতো আজকে মোদের
বীর বীরাঙ্গনা বনে ।
ভুলবো কি করে তাদের অবদান
ওরে কুলাঙ্গার যত ,
এই স্বাধীনতা আনতে যারা
কষ্ট করেছেন কত !
২২ এপ্রিল ২০২৫ খৃস্টাব্দ