নিজস্ব সংবাদদাতাঃ সিলেটের জাফলং পাথর কোয়ারি থেকে অবৈধভাবে লুট হওয়া বিপুল পরিমাণ পাথর জৈন্তাপুর উপজেলার আসামপাড়া এলাকা থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ শুক্রবার ১৫ আগস্ট বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাব-৯ সদর দপ্তরের একটি বিশেষ দল সিলেট জেলা প্রশাসনের সহযোগিতায় এ অভিযান চালায়।
র্যাব সূত্রে জানা গেছে, গত এক বছরে সিলেটের কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলার বিভিন্ন স্থানে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন হয়। বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয় এবং দায়ীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হাইকোর্টে একটি রিট আবেদন হয়। গোপন সূত্রে খবর পেয়ে র্যাব জানতে পারে, জাফলং থেকে লুট হওয়া পাথরের একটি বড় চালান আসামপাড়ায় মজুদ রয়েছে।
পরে র্যাবের টহল টিম, সাদা পোশাকধারী সদস্য এবং জেলা প্রশাসনের যৌথ অভিযানে আনুমানিক সাত হাজার ঘনফুট পাথর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাথর ট্রাকে করে নিয়ে জাফলং নদীতে পুনঃস্থাপনের প্রক্রিয়া চলছে।
রেপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, র্যাব জননিরাপত্তা রক্ষা, অপরাধ দমন ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সর্বদা বদ্ধপরিকর এবং এ ধরনের অভিযানে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।