এস আর সাকিল,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ নিয়ামতপুরে বিএনপির চেয়ারপারসন ও তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে তাঁর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১৫ আগস্ট) বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ইসাহাক সরকার এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব আরিফ কাউসার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম বাচ্চু,সিনিয়র যুন্ম সম্পাদক শফিউল্লাহ সোনার,যুন্ম সম্পাদক মাসুদ, সহ-কোষাধ্যক্ষ গোলাম মুর্শেদ,দপ্তর সম্পাদক জাহিদুল ইসলাম তোতা,মানবাধিকার বিষায়ক সম্পাদক আ: মান্নান,সদস্য আরিফুজ্জামান,জামাল উদ্দিনসহ উপজেলা বিএনপি, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন খালেদা জিয়া।বাবা ইস্কান্দার মজুমদার এবং মা তৈয়বা মজুমদারের তৃতীয় সন্তান তিনি।
এই সময় প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান বলেন,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। তিনি আপোসহীন ও গণমানুষের নেত্রী। বেগম খালেদা জিয়া অসুস্থ থাকার পরেও দেশের মানুষের কথা ভেবে দেশত্যাগ করেননি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির হাল ধরে রাখার পাশাপাশি তিনি নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে ছিলেন।