পিরোজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় শহরের ভাগিরথী চত্তরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন করা হয়।প্রথমে পুষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান সালমা রহমান হেপী, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মনিরা পারভীন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান মজিবুর রহমান খালেক, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী।এর পরপরই পুষ্পমাল্য অর্পন করেন সিভিল সার্জন,এলজিইডি,সড়ক বিভাগ,জেলা শিক্ষা অফিস,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সরকারী বেসরকারী অফিস,বিভিন্ন সামাজিক সংগঠন এর নেতৃবৃন্দ।
স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন শেষে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রকক্ষিণ করে টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে মিলিত হয়।টাউনক্লাব মাঠে স্বাধীনতা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন শেষে এক আলোচনা সভা,মুক্তিযোদ্ধাদের সংবধনা ও সন্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।
দুপুরে বঙ্গবন্ধু ক্রিড়াসেবী কল্যান ফাউন্ডেশনের অর্থায়নে পিরোজপুর জেলা ক্রিড়াবিদ ও ক্রীড়াসেবীদের মাঝে চেক প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ক্রিড়া সংস্থা মিলনায়তনে এ চেক বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গৌতম রায় চৌধুরী,জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব,জেলা মহিলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক তাসলিমা নকীব,সাবেক মহিলা কাউন্সিলর মিনারা বেগম প্রমুখ।এ সময় পাঁচ হাজার টাকা করে পিরোজপুর জেলার ৮০জন ক্রিড়াবিদ ও ক্রিড়াসেবীদের মাঝে ৪লাখ টাকার চেক বিতরণ করেন জেলা প্রশাসক।
এর আগে দুপুরে পিরোজপুর মুক্ত দিবস উপলক্ষে জেলা ক্রিড়া সংস্থার আয়োজনে টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।এসময় জেলা জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীবসহ ক্রিড়া সংস্থার বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
পিরোজপুর প্রতিনিধি