মুন্সীগঞ্জের লৌহজংয়ে আলেম গড়ার অন্যতম কারিগর মুফতী মোঃ আসাদুজ্জামান বিক্রমপুরী নাম তার মুফতী মোঃ আসাদুজ্জামান বিক্রমপুরী (৪০),বাড়ি লৌহজং উপজেলাধীন আটিগাঁও গ্রামে। বেশ কয়েক বছর বিভিন্ন মাদ্রাসায় মুহতামিম হিসেবে খেদমত করার পর নিজে মাদ্রাসা গড়ার দৃঢ় মনোবল নিয়ে দাওয়াতের মাধ্যমে আল্লাহর ওয়াস্তে এগিয়ে চলেন তিনি।দ্বীনি মানুষের সার্বিক সহযোগিতায় অবশেষে লৌহজংয়ের ঘোড়দৌড় বাজারস্থ জগৎবিবি কমপ্লেক্সের৪র্থ তলায় ফ্লাট ভাড়া নিয়ে গড়ে তোলেন সিরাজুল উলুম আশরাফিয়া মাদ্রাসা।এরপর আল হাদী ইসলামী কিন্ডার গার্টেন। কয়েক মাস পার না হতেই আবার গড়ে তোলেন সাফিয়া খাতুন লাতিফিয়া মহিলা মাদ্রাসা।
৩০ জুন বৃহস্পতিবার লৌহজংয়ের ঘোড়দৌড় বাজারস্থ জগৎবিবি কমপ্লেক্সের ৪র্থ তলায় অবস্থিত আল হাদী ইসলামী কিন্ডারগার্টেন এর নবীন বরণ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ছিল আলেম ওলামাদের এক অপূর্ব মিলনতীর্থ। উক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতী মু. আসাদুজ্জামান বিক্রমপুরীর অনেক শুভাকাঙ্খী দূর দূরান্ত থেকে এসে শিক্ষার্থীদের প্রথম সেমিনার পরীক্ষার ফলাফল শুনে আনন্দিত হয়েছেন।বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিক শেখের সভাপতিত্বে মূল্যবান বক্তব্য রাখেন বিশেষ অতিথি আলহাজ্ব শেখ শওকত হোসেন আব্দুল হামিদ মাষ্টার,আলহাজ্ব মোঃ আবুল হোসেন ব্যাপারী,আলহাজ্ব মোঃ আতাউর রহমান পলাশ, আলহাজ্ব মোঃ রমিজ উদ্দিন হাওলাদার, মোঃ রফিকুল ইসলাম বাদল প্রমূখ।
প্রধান অতিথি হিসেবে মূল্যবান বক্তব্য শেষে আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন আনন্দমধুর ক্ষণের শেষ সময়ে পরীক্ষায় ভালো ফলাফলকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
আলেম গড়ার অন্যতম কারিগর মুফতী মোঃ আসাদুজ্জামান বিক্রমপুরী নবী করীম(সাঃ)এর ত্বরিকানুযায়ী যেন যথাসাধ্য ভাবে দ্বীনি খেদমত করতে পারেন এজন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন।