হারুন অর রশিদ রাজু
সুন্দরগঞ্জ গাইবান্ধা
প্রতিনিধি।
সুন্দরগঞ্জে আন্তজার্তিক দুযোর্গ প্রশমন দিবস পালিত হয়েছে,১৩অক্টোবর২০২২ইং রোজ বৃহস্পতিবার সকাল১১ টার সময় উপজেলা প্রশাসন আয়োজনে আন্তজার্তিক দুযোর্গ প্রশমন দিবসের এবারের প্রতিপাদ্য“ দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থার উপর এক আলোচনা সভা সুন্দরগঞ্জ ডি.ডাব্লু সরকারী ডিগ্রী কলেজ মাঠে ইউএনও মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু,ভাইস চেয়ারম্যান উম্মে সালমা, কলেজ অধ্যক্ষ এম এ হাবিব সরকার,সুন্দরগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ গুলজার রহমান, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, এসকেএস ফাউন্ডেশনের ফারজানা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল প্রমূখ।
আলোচনা পূর্বে একটি র্যালী উপজেলা শহর প্রদক্ষিন করে।এছাড়া কলেজ মাঠে ফায়ার সার্ভিসের লোকজন ভূমিকম্প হলে জানমাল রক্ষার্থে করনীয় ও অগ্নিকান্ড ঘটলে খুব সহজে তা নিয়ন্ত্রণের কৌশল নিয়ে মহড়া দেন।
হারুন অর রশিদ রাজু
প্রতিনিধি সুন্দরগঞ্জ, গাইবান্ধা,
০১৭৪০১৫৬২১৩
১৩-১০-২০২২ ইং
বিঃদ্রঃ-যদি কোন প্রতিনিধি রাষ্ট্রীয় বিরোধী বা নিজস্বার্থে কিংবা শত্রুতামূলক নিউজ durantotv24.com-News Portal এ নিউজ দেন, তাহলে নিউজ পোর্টালের কর্তৃকপক্ষ দায়ভার নিবে না।