নড়াইলে মানব সেবায় অবদান রাখায় যুব উন্নয়নের নিবন্ধন পেল যুবসংঘ।
নড়াইলে মানব সেবায় অবদান রাখায় জেলা যুব উন্নয়েনর নিবন্ধন পেল নড়াইল সদর উপজেলার ৬ নং তুলারামপুর ইউনিয়নের তুলারামপুর মধ্যপাড়া যুব সংঘ।তুলারামপুর মধ্যপাড়া যুবসংঘের সভাপতি ফয়সাল সিকদার সেতু জানান, তিনি সহ যুব সংঘের প্রতিটি সদস্য মানুষের বিপদে ঝাপিয়ে পড়েন।যুবসংঘের সদস্যদের নিকট থেকে চাদা তুলে গরিব দুস্হদের খাবার, ঔষধ সহ বিভিন্ন ভাবে সেবা দিয়ে আসছেন।ভেংগে যাওয়া কাচা, আধাকাচা রাস্তা মেরামত গরিব ছাত্রদের বই খাতা বিতরন,এবং বিষেশ বৃত্তি প্রদান সহ যবুসংঘের সদস্যদের সামার্থ অনুযায়ী আর্থিক সহায়তা প্রদান করে থাকেন।ইমার্জেন্সি রোগিদের রক্তের সেবা ও দিয়ে থাকেন তুলারামপুর যুবসংঘের সদস্যরা।সমাজ সেবাই তাদের অবদান ভোলার মত না।তুলারামপুর মধ্যপাড়া যুবসংঘ সারা ইউনিয়নে প্রসংশায় ভাসছে।সেতু বলেন,নিবন্ধন পেয়ে আমরা সবাই আবেগে আপ্লুত।ধন্যবাদ জানাই যুব ও ক্রিড়া মন্ত্রনালয় কে।ধন্যবাদ জানাই যুবসংঘের প্রত্যেক সদস্যকে যাদের অক্লান্ত পরিশ্রমে আজ আমাদের যুবসংঘ এ পর্যন্ত এসেছে।আমরা সারা ইউনিয়ন ব্যাপি উন্নয়ন কর্মকান্ডে অংশ নিতে চায়।