রিপোর্টারঃ সাইফুল হাসান,কাশিয়ানী প্রতিনিধি-
গোপালগঞ্জের কাশিয়ানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা,আলোচনা সভা,সনদ ও চেক বিতরণের মধ্যদিয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মঙলবার(১২ আগস্ট)সকাল ১০ টায় উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।
“প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি”এ প্রতিপাদ্যকে সামনে রেখে শোভাযাত্রাটি উপজেলা মসজিদ গেট প্রদক্ষিন করে পুনরায় ফিরে এসে উপজেলা চত্বরে শেষ হয়।পরে উপজেলা হল রুমে যুব উন্নয়ন অফিসার মো:এমদাদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ।উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার খান জাহান আলীর সঞ্চালনায় বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারীদের মাঝে সনদ ও যুব ঋণের চেক তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্ধ।
এসময় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।