রিপোর্টারঃ-পটুয়াখালী প্রতিনিধি|| পটুয়াখালী দুমকিতে নানা আয়োজনের উদযাপিত হলো কৃষকদলের ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী।এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।বুধবার ১১ ডিসেম্বর বিকেলে বিএনপির পার্টি অফিস থেকে উপজেলা কৃষক দলের উদ্যোগে একটি বিশাল শোভাযাত্রা বের হয়।এটি দুমকির বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি পার্টি অফিসে গিয়ে শেষ হয়।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ খলিল মুন্সি।
উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ জসিম হাওলাদার,যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন(শম্ভু), উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ার,অনুষ্ঠান পরিচালনা করেন দুমকি উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোহাম্মদ জাহিদ খান।