1. ezequielsreyes@gmail.com : admin : Md.Anamul Haque
  2. udNHj@pCcYxS.com : BEhQzFHNcv :
  3. XvWRCE@gyT.com : cIjnmEWedk :
  4. HjEGZ@BQqb.com : oytpdaFZzj :
  5. tdfRlx@kOGMB.com : pLmXvihCTW :
  6. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
November 4, 2025, 8:09 am
শিরোনাম :
নড়াইল-২ আসনে মনোনয়ন পাওয়ার হকদার বললেন-ড.ফরিদুজ্জামান ফরহাদ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দিনাজপুর বিজিবি কর্তৃক ভারতীয় মদ আটক নড়াইল-২ আসনে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত অ’ঝোরে কাঁ’দলেন, প্যা’রোলো মু’ক্তি পেয়ে মতিউর রহমান মতি নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২শত পিস ইয়াবা দেশব্যাপী সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ ‘নো ওয়েজ বোর্ড নো মিডিয়া’ নীতি কার্যকরসহ ৩৯ দফা দাবি নড়াইলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)আলোচনা সভা অনুষ্ঠিত জামায়াতকে নিষিদ্ধ করার আহ্বান জানালেন- আলাল আইপা অ্যাওয়ার্ড পেলেন ইসমাইল হোসেন রকী প্রতিষ্ঠাতা ও পরিচালক আন্তর্জাতিক সাংস্কৃতিক মৈত্রী পরিষদ এবং আরজেএফ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নড়াইল লোহাগড়া থানা কর্তৃক ২ কেজি ৫শত গ্রাম গাঁজাসহ গ্রেফতার ০১জন

সংসারের খরচ যোগাতে অসুস্থ স্বামীকে নদীর পাড়ে রেখে,স্ত্রী ঢাকায়।

এম এ শাহিন-জেলা প্রতিনিধি বগুড়া।
  • সময়: Wednesday, August 9, 2023,
  • 100 Time View

রিপোর্টারঃ এম এ শাহিন,বগুড়া জেলা প্রতিনিধি-অভাব আর অসুস্থতার কারনে পাঁচ দিন আগে বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নের আড়াইল গ্রামের মাঠ সংলগ্ন নাগর নদীর পাড়ে স্বামী চাঁনমিয়াকে রেখে যান স্ত্রী মিতা বেগম।মঙ্গলবার দুপুরে দুপচাঁচিয়া থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক)হাসপাতালে ভর্তি করেন।বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহার ইউনিয়নের পাওগাছা তালপুকুর গুচ্ছগ্রামের বাসিন্দা আব্দুল জব্বারের ছেলে চাঁন মিয়া (৪০)চাঁন পেশায় একজন চাতাল শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,বছর দশেক আগে পার্শ্ববর্তী উপজেলা কাহালুতে মিতা বেগম নামের এক মেয়েকে বিয়ে করেন।তাদের সংসারে আট বছরের একটি ছেলে সন্তান রয়েছে।প্রথম দিকে চাঁন মিয়া স্ত্রী সন্তান নিয়ে গুচ্ছগ্রামে বাবা-মায়ের সঙ্গে একত্রে বসবাস করতেন। পরবর্তীতে তার(চাঁন মিয়ার)মা আসমা বেগম মারা যাওয়ার কারনে বাবা আব্দুল জব্বার ২য় বিয়ে করেন।ঘরে সৎ মা আসায় বাবার সঙ্গে তাদের সম্পর্কও ভালো যাচ্ছিলোনা। এরপর জীবিকার তাগিতে স্ত্রী-সন্তান নিয়ে বিভিন্ন এলাকার চাতাল মিলে শ্রমিকের কাজ শুরু করেন।সর্বশেষ গত এক বছর ধরে শাজাহানপুর উপজেলার রাণীরহাটে একটি ভাড়া বাসায় ছিলেন।বেশ কিছুদিন থেকে চান মিয়া বারজারস’সহ নানা জটিল রোগে ভুগতে থাকেন। একপর্যায়ে তিনি কর্মক্ষম হয়ে পড়ায় সংসারে অভাবও বাড়তে থাকে।ধার দেনা করে স্ত্রী মিতা বিভিন্ন জায়গায় তার চিকিৎসা করিয়েছেন।

 

অবশেষে তিনি অভাবের কারণে চিকিৎসা করাতে না পেরে নিরুপায় হয়ে স্বামীকে নাগর নদীর তীরে রেখে আসার সীদ্ধান্ত নেয়।গত বৃহস্পতিবার ৩ আগস্ট তার স্বামী চাঁন মিয়াকে আদমদীঘির নাগর নদীর পাড়ে নিয়ে গিয়ে সেখানে ত্রিপল দিয়ে ঘর বানিয়ে কিছু শুকনা খাবার ও খাবারের জন্য পানি দিয়ে চলে আসেন।এরপর তিনি (মিতা) জীবিকার তাগিদে ঢাকায় চলে যান।চাঁন মিয়ার স্ত্রী মিতা বেগম জানান,তাকে সুস্থ করে তোলার জন্য বাবার বাড়িসহ বিভিন্ন আত্মীয়-স্বজনের কাছে ধার দেনা করে চিকিৎসা চালিয়ে গেছি।চিকিৎসা বন্ধ করায় ‘বারজারস নামক’ রোগের কারনে তার কাছে গেলেও দুর্গন্ধ ছড়ায়।এজন্য কেউ বাসা ভাড়া দিতে চায় না।নিরুপায় হয়ে ছেলেকে তার নানীর বাসা কাহালুতে রেখে অর্থ উপার্জনের জন্য বাধ্য হয়ে ঢাকায় চলে আসি।

দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি)আবুল কালাম আজাদ জানান,মানবিক কারণে অসহায় চাঁন মিয়াকে নাগর নদের আদমদীঘি অংশ থেকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের পর জেলা পুলিশের তত্বাবধানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে সেখানে চিকিৎসা চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2025
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host