গতকাল ১৮ মার্চ-২০২৩ইং রোজ শনিবার বিকাল চারটায় ফেনী সমিতি মিলনায়তনে দাগনভূঞা সমিতি ঢাকা’র ভারপ্রাপ্ত সভাপতি ডক্টর খুরশিদ আলম সাগরের সভাপতিেত্ব ও ব্যাংকার ও সংগঠক মনজুরুল আলম টিপুর পরিচালনা আলোচনা অংশগ্রহণ করেন সাপ্তাহিক পত্রিকা পরিষদের সম্মানিত সভাপতি জনাব রিন্টু আনোয়ার,জে এস ডির সাধারণ সম্পাদক জনাব শহীদ উদ্দিন মাহমুদ স্বপন দাগনভূঞা সমিতির ঢাকা সাধারণ সম্পাদক বাবর উদ্দিন ভূঁইয়া,জনাব মীর মোস্তাফিজ আহমেদ, মুক্তিযোদ্ধা জনাব এম এ রব,এডভোকেট ফারুক খান,জনাব মো: আব্দুল গফুর খান, জনাব সালাহ উদ্দিন,জনাব ইকবাল আহমেদ সিদ্দিকী,জনাব এ কে এম রফিকুল হক,জনাব মো: নূরুল আলম, জনাব খায়েজ আহমেদ,জনাব মোহাম্মদ মোহসীন, জনাব আবুল বাশার বাবুল,জনাব হেদায়েত আহমেদ,সিন্জনাব মো: ইউসুফ,নূর শাহ:মোহাম্মদ আজাদ,বিশিষ্ট ব্যবসায়ী জনাব আবু নাছের,কফিল উদ্দিন ও জনাব মো: কামাল উদ্দিনসহ প্রমূখ।
সংক্ষিপ্ত আলোচনা শেষে দাগনভূঞা সমিতির ঢাকার বিশেষ প্রকাশনা “প্রতিচ্ছবি ‘মোড়ক উন্মোচন করা হয় এবং প্রাক্তন সভাপতি মরহুম মো: ওবায়েদ উল্লা পিন্টু সাহেবের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া ও মুনাজাতেরমধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।