বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম থেকে কর্মকর্তা-কর্মচারীসহ মালামাল সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।বুধবার দুপুরে এ সিদ্ধান্তের চিঠি পেয়েছে বলে জানিয়েছেন বগুড়ার ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান।তিনি বলেন, শহীদ চান্দু স্টেডিয়ামে থাকা বিসিবির সকল মালামাল ঢাকার মিরপুর স্টেডিয়ামে পাঠিয়ে দিতে নির্দেশ হওয়া হয়েছে।একইসাথে বগুড়ায় কর্মরত বিসিবির ১৭জনকে বৃহস্পতিবারের মধ্যে ঢাকায় রিপোর্ট করতে বলা হলেও ‘মালামাল গোঁছাতে দেরি হয়ে গেছে।এজন্য আমরা শনিবারে ঢাকায় রিপোর্ট করব।তবে মালামাল শুক্রবারে পৌঁছে যাবে।এদিকে বিসিবি থেকে পাঠানো চিঠিতে বলা হয়েছে,বিগত কয়েক বছর যাবৎ বগুড়া জেলা ক্রীড়া সংস্থার অসহযোগিতার ফলে শহীদ চান্দু স্টেডিয়াম-এ বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্তৃক নিয়মিতভাবে টুর্নামেন্ট /লীগ আয়োজন করা সম্ভবপর হচ্ছে না।
এরই পরিপ্রেক্ষিতে,বাংলাদেশ ক্রিকেট বোর্ড উক্ত স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের যাবতীয় দায়-দায়িত্ব জাতীয় ক্রীড়া পরিষদের নিকট হস্তান্তরের সিদ্ধান্ত গ্রহণ করেছে।উক্ত ভেন্যুতে কর্মরত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সকল কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে ইতিমধ্যেই অন্য ভেন্যুতে বদলি করা হয়েছে।বিগত ২০০৬ সালের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ হয়নি বগুড়ায়।আইসিসির স্বীকৃতি পাওয়ার পর একটি মাত্র টেস্ট আর ৫টি ওয়ানডে অনুষ্ঠিত হয় বগুড়ার এই স্টেডিয়ামে।এবিষয়ে জানতে চাইলে বিসিবির গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম বলেন,এমন কাজে সবাই বিসিবির প্রধান নির্বাহীকে রিপোর্ট করে এজন্য এ ব্যাপারে আমার কিছু জানা নেই।বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন বলেন,ক্রীড়া সংস্থা অসহযোগিতা করেছে এমন অভিযোগ ভিত্তিহীন। নিছক একটা অজুহাত দেখিয়ে বিসিবি এমন বাজে একটা সিদ্ধান্ত নিয়েছে।আমরা ক্রীড়া সংস্থা দীর্ঘদিন ধরে স্টেডিয়ামে খেলা চালুর ব্যাপারে দাবি জানিয়েছি কিন্তু বিসিবির উদাসীনতার কারণেই হয়নি।