লালমনিরহাট জেলা,পাটগ্রাম উপজেলা,বুড়িমারী ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৩ইং
১নং বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হয়,প্রধান অতিথি মো:তাহাজুল ইসলাম মিঠু চেয়ারম্যান,৮নং বুড়িমারী ইউনিয়ন পরিষদ।
সভাপতি মো:ইমরান হোসেন,সহকারী উপজেলা শিক্ষা অফিসার পাটগ্রাম,লালমনিরহাট,
উপস্থিত ছিলেন-সকল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষিকা।
নতুন নতুন খেলা হয়
৫০ মিটার দৌড়
দীর্ঘ লাফ
৩০ মিটার বিস্কুট দৌড়
টেনিস বল নিক্ষেপ
কবিতা আবৃত্তি (বাংলা)
চিত্রাল্কন
নৃত্য
গান
(পল্লীগীতি)
লোকগীতি/
অন্যান্য)
উপস্থিত বক্তৃতা
একক অভিনয়
উপস্থিত ছিল সকল স্কুলের স্কাউট টিমের সদস্যরা,প্রধান অতিথি বলেন হারিয়ে যাচ্ছে দেশাত্মবোধক গান,হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী খেলা গুলো,আমরা সেগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করতেছি।অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণ করা হয়, ১নং বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিজ হাতে পুরস্কার বিতরণ করে,ছাত্র-ছাত্রীরা অনেক খুশি হয়,স্কুলের ছাত্র ছাত্রীর কাছ থেকে জানতে পারি,তারা অনেক দেশাত্মবোধক গান ও নাচ দেখে অনেক খুশি তারা