রিপোর্টারঃ মুশফিকুর রহমান ইমন,চবি প্রতিনিধি-চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘বৃক্ষ নিধন আর নয়, দেশকে করবো বৃক্ষময়’ এ স্লোগানকে সামনে রেখে চবি টাঙ্গাইল স্টুডেন্ট’স এসোসিয়েশন এর উদ্যোগে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করেছেন এসোসিয়েশনের শিক্ষার্থীরা।মঙ্গলবার ১ আগস্ট-২০২৩ইং বেলা ২টায় চবি ক্যাম্পাস বুদ্ধিজীবী চত্ত্বরের পাশে বৃক্ষরোপণ করার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়।পরে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক ও ছাত্র হল এলাকায় নানা প্রজাতির ১০০ টির মতো বৃক্ষের চারা রোপণ করেন।ছাত্র সংগঠনটির নবাগত সভাপতি নাজমুল তালুকদার ও সাধারণ সম্পাদক হানজালা বিন ইউসুফ (নাহিদ)এর নেতৃত্বে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি টাঙ্গাইল স্টুডেন্ট’স এসোসিয়েশনের সাবেক সভাপতি রাকিবুল হাসান রাকিব,সাধারণ সম্পাদক শহিদুল রহমান স্বপন ও সংগঠনের শিক্ষার্থীরা।সংগঠনটির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলেন,কয়েকদিন আগে আমরা এসোসিয়েশনের দায়িত্ব নিয়েছি।ছাত্র সংগঠনকে কিভাবে এগিয়ে নেয়া যায় আমরা সেই কাজ করব।সকলের সচেতনতা ও সম্বলিত প্রচেষ্টাই পারে আমাদের পরবর্তি প্রজন্মকে নির্মল নিশ্বাসের উপযুক্ত পরিবেশ উপহার দিতে।তাই বৃক্ষ নিধন আর নয়, বিশ্ব হবে বৃক্ষময় এই স্লোগানে আমাদের এই বৃক্ষ রোপন ও সচেতনতা মূলক কার্যক্রম যা ভবিষ্যতেও চলমান থাকবে।