২২মার্চ-২০২৩ইং রোজ বুধবার দিনাজপুর জেলার বিরামপুরের ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের নবীনবরণ অনুষ্ঠান অত্র বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে দুপুর ১২ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানের শুরুতেই এসএসসি পরীক্ষার্থী ও ষষ্ঠ শ্রেণীর নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে শুভেচ্ছা ও দিকনির্দেশনা বক্তব্য রাখেন,স্কুলের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম।অত্র বিদ্যালয়ের সভাপতি মুশফিকুর রহমানের সভাপতিত্বে অত্র বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী মিতুলাতাসনিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী,বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুমন কুমার মহন্ত,উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালাম, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাসানুজ্জামান,বিরামপুর এনজিও ফোরাম এর সভাপতি এনামুল হক,সহকারি শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ।এছাড়াও অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের অভিভাবকগন সকল ছাত্র-ছাত্রী সধীজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।