চীফ রিপোর্টারঃ–মোঃ উজ্জল খান–ডিএনসি হবিগঞ্জ এর বিশেষ অভিযানে মাধবপুর থানাধীন কাশিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৩শত পিস ইয়াবা ট্যাবলেট সহ ০১জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।যাহার আনুমানিক মূল্য ৯০হাজার টাকা।অদ্য ১২জুন-২০২৩ খ্রিঃ তারিখ সোমবার সময় সকাল ০৮:০০ ঘটিকা হতে ০৯:০০ ঘটিকা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়,হবিগঞ্জ এর সহকারী পরিচালক সাজেদুল হাসান এর সার্বিক তত্ত্বাবধানে ও পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে গঠিত রেইডিং টিম মাধবপুর থানাধী কাশিপুর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট ৩শত পিস উদ্ধার ও জব্দ করেন।আটককৃত মাদক ব্যাবসায়ী হল মোছাঃ ফারজানা আক্তার(২৮),পিতা-সৈয়দ আলী,স্বামীঃ আলম মিয়া,মাতা-মুর্শিদা বেগম,সাং-কাশিপুর,০৭নং ওয়ার্ড,০৯নং নোয়াপাড়া ইউ/পি,থানা-মাধবপুর,জেলা হবিগঞ্জ,এবিষয়ে পরিদর্শক কাজী হাবিবুর রহমান বাদী হয়ে মাধবপুর থানায় ০১টি নিয়মিত মামলা দায়ের করেন।