সুন্দরগঞ্জে মৎস্য আইনে সাড়ে ৫লক্ষ টাকার চায়না জাল আগুনে ভষ্মিভূত।গাইবান্ধার সুন্দরগঞ্জে মৎস্য আইনের আওতায় সাড়ে ৫ লক্ষ টাকার নিষিদ্ধ চায়না জাল আগুনে ভষ্মিভূত করা হয়েছে।
২৫ আগস্ট-২০২২ইং সাল রোজ বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জব্দ করা অবৈধ ও নিষিদ্ধ জালগুলো আগুনে ভষ্মিভূত করা হয়। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আর-মারুফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও সুধিজন উপস্থিত ছিলেন।এরআগে গত ২৪আগষ্ট সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবুর নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে উপজেলার ভিতর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর হরিপুর খেয়াঘাট থেকে বেলকা খেয়াঘাট পর্যন্ত ৬৭টি চায়না জাল জব্দ করেন।যাহার আনুমানিক মূল্য প্রতিটি ৮হাজার টাকা ধরে ৫লক্ষ ৩৬ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে উপজেলা মৎস্য কর্মকর্তা তারিকুল ইসলাম সাবু বলেন”চায়না জাল”মৎস্য সম্পদের হুমকিস্বরূপ।প্রতিটি জালের মূল্য ৮/৯ টাকা।গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৬৭টি চায়না জাল জব্দ করা হয়।পরে তা জনসম্মুখে ভষ্মিভূত করা হয়।তিনি আরও বলেন এই অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ জানান,যে কোন অভিযানে উপজেলা প্রশাসনের সহযোগিতা থাকবে।
হারুন অর রশিদ রাজু
সুন্দরগঞ্জ,গাইবান্ধা,
প্রতিনিধি।
মোবাঃ–০১৭৪০১৫৬২১৩