হারুন অর রশিদ রাজু-সুন্দরগঞ্জ গাইবান্ধা
প্রতিনিধি।
গাইবান্ধার সুন্দরগঞ্জে চালকের গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে খলিলুর রহমান(৫০)নামে এক ব্যক্তির লাশ রাস্তার ধারে ধানক্ষেতে ফেলে রেখে মিশুক নিয়ে চম্পট দিয়েছে ছিনতাইকারী চক্র।ঘটনাটি গত১৯অক্টোবর-২০২২ইং রোজ বুধবার দিবাগত রাতের যে কোন সময় উপজেলার রামজীবন ইউনিয়নের খংগুয়ার ব্রীজ হতে খামার দশলিয়া রোডে ঘটেছে।মিশুক চালক খলিলুর রহমান উপজেলার শান্তিরাম ইউনিয়নের পরাণ গ্রামের এনায়েত উল্লাহর ছেলে।
থানা সূত্র জানায়, বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে উপজেলার রামজীবন ইউনিয়নের পূর্ব রামজীবন গ্রামের খুংগুয়ার ব্রীজ হতে খামার দশলিয়া রোড়ে এনতাজ আলীর বাড়ীর উত্তর পাশে আবুল হোসেনের ধান ক্ষেতে মিশুক চালক খলিলুর রহমানের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপের্টি তৈরি করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাইবান্ধা হাসপাতাল মর্গে প্রেরণ করে।
থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)সেরাজুল হক বলেন লাশের শরীরে কোন ক্ষতচিহৃ নেই।গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
থানা অফিসার ইনচার্জ সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তদন্ত করে অপরাধীকে দ্রত গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
হারুন অর রশিদ রাজু
সুন্দরগঞ্জ গাইবান্ধা
প্রতিনিধি
০১৭৪০১৫৬২১৩
২০/১০/২০২২
বিঃদ্রঃ-যদি কোন প্রতিনিধি রাষ্ট্রীয় বিরোধী নিউজ বা নিজস্বার্থের জন্য durantotv24.com-News Portal এ নিউজ পাবলিষ্ট করানো হয়,তাহলে নিউজ পোর্টাল কর্তৃকপক্ষ দায়ী নয়-আদেশক্রমে প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল।