আমাদের জনজীবনে নৌপথথ প্রতিপাদ্যের আলোকে গাইবান্ধার সুন্দরগঞ্জে বিশ্ব নদী দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার(২৫সেপ্টেম্বর)বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম সরকার লেবু।আরো বক্তব্য রাখেন সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শাহজাহান মিঞা, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমিনুল ইসলাম সাজু,যুগ্ম-সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র সরকার প্রমূখ।সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,উপজেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরাসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মী ও স্কাউটসবৃন্দ উপস্থিত ছিলেন।এর আগে,একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
হারুন অর রশিদ রাজু-
সুন্দরগঞ্জ,গাইবান্ধা।
০১৭৪০১৫৬২১৩
২৫-০৯-২০২২ইং