রিপোর্টারঃ মোঃ ফরহাদ হোসেন–বগুড়ার সারিয়াকান্দি পৌরসভার ২০২৩-২০২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে।উক্ত বাজেটে উন্নয়ন খাতে বরাদ্দ ৭৪ কোটি ৩০ লক্ষ সমপরিমান এবং রাজস্ব খাতে ৪কোটি ২০লক্ষ ৫৬ হাজার ৫শত ৭৭.২৮ টাকা ব্যয় ধরা হয়েছে ২৩জুন শুক্রবার বেলা ১১ ঘটিকায় পৌরসভা কার্যালয়ে বাজেট ঘোষণার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে পৌর মেয়র মতিউর রহমান মতি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া-১(সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু,জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজেশ কুমার চক্রবর্তী,উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার,মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম।
অন্যান্যদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা,উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ইউনুছ আলী,পৌর আওয়ামীলীগের সভাপতি কোরবান আলী,সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম পটল,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুস সালাম সহ সাংবাদিক বৃন্দ ও পৌর এলাকার বিভিন্ন ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
মোঃ ফরহাদ হোসেন
০১৭৫৫৪২৭৭৯২