বরিশাল জেলার মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের কৃতি সন্তান ঢাকার বিশিষ্ট শিল্পপতি, শাহানা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ মিজানুর রহমান অপু ও তার সহধর্মীনি বঙ্গ ফ্যাশন লিঃ এর চেয়ারম্যান ও সিইও ফাতেমা রহমান পবিত্র ওমরা হজ্বব্রত পালন শেষে বাংলাদেশে আসার পর ৬মে শাহানা গ্রুপের সকল স্তরের কর্মকর্তা, কর্মচারীদের পক্ষ থেকে তাদেরকে প্রাতিষ্ঠানিক সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।এসময় মিজানুর রহমান অপু ও ফাতেমা রহমান সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।প্রকাশ থাকে যে,বঙ্গ ফ্যাশনের চেয়ারম্যান ফাতেমা রহমান গত ৩০ এপ্রিল ইন্টারন্যাশনাল লিডারশীপ অ্যাওয়ার্ড লাভ করেন।এ কারণে শাহানা গ্রুপে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাকে আলাদা ফুলেল শুভেচ্ছা জানান।তখন উপস্থিত কর্মকর্তারা বলেন, শাহানা গ্রুপের সকল কর্মজীবীরা সব সময় এক পরিবহারভূক্ত হয়ে কাজ করেন।প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক সব সময় শাহানা গ্রুপে কর্মরতদের আপন পরিবারের সদস্যদের মতোই জানে।সংবর্ধনাকালে মিজানুর রহমান অপু ও ফাতেমা রহমান উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন,আপনারা শাহানা গ্রুপের সকল প্রতিষ্ঠানের প্রাণ।আপনাদের কঠোর পরিশ্রমেই শাহানা গ্রুপের সকল প্রতিষ্ঠান আজ দেশের গন্ডি পেরিয়ে বিদেশ থেকে সুনাম কুড়িয়ে আনছে। আপনাদের এই পরিশ্রম দেশের অর্থনৈতিক উন্নয়নে যেভাবে কাজ করছে সেভাবে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তারা আরো বলেন, আমরা কখনও নিজেদেরকে মালিক ভাবিনা, আপনাদের সাথে সহকর্মী হিসেবে প্রতিষ্ঠানের উন্নয়নে ও কর্মসংস্থান সৃষ্টিতে সব সময় কাজ করতে চাই।প্রকাশ থাকে যে,মিজানুর রহমান অপু ও ফাতেমা রহমান গত ২৪এপ্রিল পবিত্র ওমরা হজ্ব পালনের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করেন এবং ওমরা হজ্ব পালন শেষে ৫মে বাংলাদেশে ফিরে আসেন।
বার্তা প্রেরক
এস এম জহিরুল ইসলাম