রিপোর্টারঃ এম এ শাহিন,বগুড়া জেলা প্রতিনিধি-বগুড়ার শাজাহানপুরে খুকি বেগম নামের ৮১ বছর বয়সী এক নারীর দুই পা কাটা বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।খুকি বেগম ওই এলাকার খোরশেদ আলীর স্ত্রী।আজ শুক্রবার দুপুরে উপজেলার আশেকপুর ইউনিয়নের জোড়া তালপুকুরপাড়া এলাকার একটি লিচু বাগান থেকে লাশ উদ্ধার করা হয়।খুকির পরিবারের সদস্যরা জানান, গত বুধবার বিকালে তিনি বাড়ি থেকে বের হন।এরপর আর ফেরেনি।শুক্রবার দুপুরে লোকমুখে ছড়িয়ে পড়ে খুকি বেগমের বস্তাবন্দি অর্ধগলিত লাশ তার নিজ বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি লিচুবাগানে পড়ে আছে।সংবাদ পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।স্থানীয়রা জানান,স্বামী দ্বিতীয় বিয়ে করায় প্রায় ৩০ বছর যাবত স্বামী থেকে আলাদা থাকতেন খুকি।
খুকির লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানা অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান,লাশ উদ্ধারের সময় দেখা গেছে লাশের দুই পা বিচ্ছিন্ন।এর মধ্যে পাশের পুকুর থেকে একটি পা উদ্ধার করা হয়েছে।অপর পা উদ্ধারের চেষ্টা চলছে।এ নৃশংস হত্যাকান্ডের কারণ জানা যায়নি তবে মাঠে পুলিশ রয়েছে।