মোঃ নুরনবী হোসেন-লালমনিরহাট জেলা প্রতিনিধি।
লালমনিরহাট জেলা,পাটগ্রাম ২ইউনিয়ন,৪নম্বর ওয়ার্ড বাসিন্দার বোসিরুলের বাড়িতে সকাল ১১ঃ২০মিনিটে দাউ দাউ করে আগুন, বোসিরুলের বাসায় সদস্য ছিল মোট ১০জন,তাদের মধ্যে শিশু ছিল,৩জন বোসিরুলের কাছ থেকে জানা যায় যে,তার ভাবি রান্নাঘরে রান্না করতে ছিল, কিছুক্ষনের জন্য বাইরে গেলে, বাইরে থেকে ফিরে এসে দেখে বাসায় হঠাৎ করে দাউ দাউ করে আগুন জ্বলছে।তার বাসার সদস্যরা বলে যে এটা রান্নাঘরের আগুন না, হঠাৎ করে কিভাবে যে এত আগুন ধরলো সেটা আমরা বুঝতেই পারতেছি না।বাসায় রান্না ঘরে ভুট্টার খড়ি এবং কাঠ খড়ি ভরপুর ছিল,
এজন্যই আগুন নিয়ন্ত্রণে আসেনি।বোসিরুলের কাছ থেকে জানা জায় কিছুদিন আগেই ধান ভোটটা বিক্রি করা প্রায় লাখ টাকা দিয়ে নতুন বাড়ি করি,
সবকিছু শেষ হয়ে গেল।
বোসিরুলের বউয়ের কাছ থেকে জানা যায় যে স্বর্ণের জিনিস ছিল প্রায় ৪হতে ৫পাঁচ ভরি সবকিছুই আগুনে ছাই হয়ে গেছে।বাড়ির সদস্যরা বলে যে, জামা কাপড় সবকিছুই আগুনে পুড়ে শেষ।
এলাকাবাসী কাছ থেকে জানা যায় যে, আমরা সবাই অনেক চেষ্টা করেছি।তারপরও আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারিনি।
ফায়ার সার্ভিস কে কল করলে,তারা ঠিক সময় আসলেও,ঠিক সময়ে লোকেশন খুঁজে না পাওয়ায় বেশি ক্ষয়ক্ষতি হয়।এটাই এলাকার লোকেরা মন্তব্য করেন।