রিপোর্টারঃ ডা.মোঃ এনামুল হক–নড়াইল জেলা ও লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)শাখার পক্ষ হতে পবিত্র ঈদুল আযাহা উপলক্ষে ঈদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
পবিত্র ঈদুল আযাহার ঈদ শুভেচ্ছা জানিয়েছেন রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ) নড়াইল জেলা সভাপতি ও কেন্দ্রীয় আরজেএফ যুগ্ম মহাসচিব মোঃ সাজ্জাদ আলম খান সজল ও সংগঠনের সকল সদস্যবৃন্দগন।
এছাড়া,লোহাগড়া উপজেলা রুর্যাল জার্নালিষ্ট ফাউন্ডেশন(আরজেএফ)শাখা-সভাপতি মোঃ এনামুল হক,এবং সংগঠনের সকল সদস্যবৃন্দগন।
নড়াইল জেলা আরজেএফ কমিটি ও লোহাগড়া উপজেলা আরজেএফ কমিটি-কেন্দ্রীয় আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম মহোদয়কে শ্রোদ্ধার সাথে সম্মান করেন এবং মন প্রান দিয়ে হৃদয়ের মাঝে ধরে রেখেছেন।আরজেএফ সংগঠনের জন্য অকাতরে দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন।বাংলাদেশের প্রতিটি জেলা,উপজেলাতে সংগঠনের সকলের সাথে মতবিনিময় করেন।প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছেন।তিনি সংগঠনের সুবিধা অসুবিধার বিষয় তুলে ধরেন ও সঠিক দিক নির্দেশনা দিয়ে থাকেন।আরজেএফ চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম সকলের মধ্যমণি,পাশাপাশি সকলেই তাকে মন ও প্রান থেকে ভালোবাসেন।এবং সকলের প্রিয় মানুষ।নেই কোন অহংকার,নেই কোন হিংসা,নেই কোন অবহেলা।তার গুনের কথা ৩৬৫ প্রহর লিখলে ও শেষ হবে না।শেষ হবে না তার গুনের কথা।শেষ হবে না তার সুনামের কথা।শেষ হবে না তার উপকারের কথা।
আমাদের সকলের(আরজেএফ পরিবারের)প্রিয় মানুষ এস এম জহিরুল ইসলাম।সকলের উর্ধ্বের মানুষ,তিনি একজন সৎ ও সাদা মনের মানুষ,তাই আমরা তার জন্য সব সময় দোয়া করি আল্লাহর নিকট।আসছে ২৯জুন-২০২৩ইং পবিত্র ঈদুল আযাহা,ঈদুল আযাহাকে সামনে রেখে তার জন্য আল্লাহর নিকট প্রার্থনা করি আগামীদিনের জন্য।তিনি যেন আগামী দিনের পথ সুন্দর ও সঠিকভাবে চলতে পারে।পূর্বের ন্যায় পরস্পর সকলেই তার সাথে মৃত্যের আগপর্যন্ত সুসম্পর্ক ধরে রাখতে পারি এটাই আমাদের প্রত্যাশা।
ধন্যবান্তে-আরজেএফ পরিবার নড়াইল জেলা শাখা।
ধন্যবান্ত-দুরান্ত টিভি(আইপি টেলিভিশন)।