রাজশাহীতে বড় বোনের নাম পরিচয় ও সনদ ব্যবহার করে সরকারি চাকুরিতে ছোট বোন।
নিজ বোনের নাম পরিচয় ও শিক্ষাগত যাবতীয় সনদ ব্যবহার করে সরকারি চাকুরিতে কর্মরত রয়েছেন মোসাঃ মুন্জুয়ারা খাতুন নামের এক নারী।তবে এই নামটি তার নয় নামটি তাহার বড় বোনের।তার বড় বোন একজন গৃহিণী। বাংলাদেশ আনসার বাহিনীর গাজীপুরের অবস্থিত সফিপুর আনসার একাডেমীর ব্যাটেলিয়ন পদে জাল সনদ ব্যবহার করে বর্তমানে দায়িত্ব পালন করছেন এই নারি,তাহার রেজি নং ১৯১৭১২০ অনুসন্ধানে জানা গেছে মোসাঃ মুন্জুয়ারা খাতুনের প্রকৃত নাম মোসাঃ রত্না আফরোজা রাজশাহী জেলার তানোর উপজেলার কামারগাঁ ইউনিয়নের হরিপুর গ্রামের মোঃ খায়েজ উদ্দিনের মেয়ে। তবে রত্না আফরোজ তার গ্রামে মোসাঃ নাজমা খাতুন নামে পরিচিত।একজন নারী তিনজনের পরিচয় বহন করে কিভাবে সরকারি চাকুরিতে কতৃর্পক্ষের চোখে ধুলা দিয়ে বর্তমান বহাল রয়েছে সেটি ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।এছাড়া ও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছে।
এলাকাবাসীর দেওয়া তথ্য অনুযায়ী নাজমা খাতুন দ্বিতীয় হরিপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রনীতে অধ্যায়নকালে নবম শ্রেনীতে পড়ুয়া তার বড় বোন মোসাঃ মুন্জুয়ারা খাতুনের পরিচয় ও শিক্ষাগত সনদ ব্যবহার করে বাংলাদেশ আনসার বাহিনীতে যোগদান করেন।অনুসন্ধানে এমন চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে।
এছাড়াও ভুয়া পরিচয় বহনকারী এই নারীর বিরুদ্ধে রাজশাহী বিজ্ঞ আমলী ০৬ নং আদালতে মামলা রয়েছে ১০/৫/২০২১ তারিখ বাদী মোঃ সেলিম রেজার দায়েরকৃত চলমান ২৩/২০২১-তানোর,মামলার ০২নং আসামী এই নাজমা খাতুন ওরফে রত্না আফরোজ।তার এমন চাঞ্চল্যকর তথ্য জানার পর দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনসহ শাস্তিমূলক বিচারের জোর দাবী জানিয়েছেন এলাকাবাসি।
স্টাফ রিপোর্টার
01782509771