রিপোর্টারের নামঃ এস এম সাঈমুজ্জামান সাঈম
রাজশাহী জেলার বাগমারায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালন করেছে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি।
২৫অক্টোবর-২০২২ইং রোজ মঙ্গলবার বিকালে ৫ টার দিকে ভবানীগঞ্জ নিউ মার্কেটের সামনে তারা মানববন্ধন ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।অবৈধ ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ও ডায়াবেটিকস সেন্টারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা পর্যন্ত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির আওতাভুক্ত সরকারি রেজিস্ট্রেশন প্রাপ্ত ১৮টি বেসরকারি ক্লিনিক অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ষোঘণা করে তালা ঝুলিয়ে দিয়েছে ক্লিনিক মালিক সমিতি।
যে সকল রোগী উপজেলা সদরের ক্লিনিক গুলোতে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসলেও তাদেরকে সেবা দেওয়া হয় নাই।বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির আওতাভুক্ত ক্লিনিক বন্ধ থাকায় রোগীদের চলে যেতে হয়ে।
মঙ্গলবার হঠাৎ করেই মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট,অভিযানে রেজিস্ট্রশন প্রাপ্ত ২টি ক্লিনিকে অর্থদন্ড করেন।সেই সাথে বিতর্কিত ভবানীগঞ্জ ডায়াবেটিক সেন্টারে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন।অভিযানে ওই ক্লিনিকেরও অর্থদন্ড করেন।সম্প্রতি বিতর্কিত নানা অভিযোগে ভবানীগঞ্জ ডায়াবেটিকস সেন্টারকে বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতি থেকে বাদ দেওয়া হয়েছে।
বিনা কারণে যেন রেজিস্ট্রেশন প্রাপ্ত অন্যান্য ক্লিনিক মালিকরা হয়রানীর শিকার না হয়।সে কারনে বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির পক্ষ থেকে সকল ক্লিনিকে চিকিৎসা সেবা বন্ধ করে দেওয়া হয়।সকল ক্লিনিকে বর্তমানে তালা ঝুলিয়ে রাখা হয়েছে।
এদিকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন,বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সভাপতি ডাঃ সাব্বির আহম্মেদ অনিক।সাধারণ সম্পাদক জোবায়দুর রহমান।সদস্য লোকমান হাকিম, মুশফিকুর রহমান,শাহাদাত হোসেন,জিল্লুর রহমান প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, বাগমারা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সদস্য মিজানুর রহমান,আমিনুল ইসলাম,হাফিজুর রহমান, রায়হানুল,মাহাবুর রহমান,আতিক রুবেল,আব্দুর রাজ্জাক,মিজানুর রহমানসহ সমিতির সকল সদস্যবৃন্দ।
মানববন্ধনে দাবী করেন ভবানীগঞ্জ ডায়াবেটিকস সেন্টার চিকিৎসার নামে রোগীদের সাথে প্রতারণা করে আসছে।নিয়ম-নীতির তোয়াক্কা না করেই নিজের ইচ্ছা মতন রোগীর নিকট ফি আদায় করে। সেই সাথে অসংগতিপূর্ণ রিপোর্ট তৈরি করে রোগীদের বিড়ম্বনায় ফেলেন।বিভিন্ন অভিযোগে এরই মধ্যে ভবানীগঞ্জ ডায়াবেটিকস সেন্টারের বিরুদ্ধে এক ব্যক্তি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দিয়েছেন।
ভবানীগঞ্জে ডায়াবেটিক সেন্টার খুলে কয়েক বছর থেকে অভিনব কায়দায় রোগীদের সাথে প্রতারণা করে আসছে সেন্টারের মালিক ডাঃ রিয়াশাত উল লতিফ মামুনসহ তার স্ত্রী ডাঃ নাহিদা ইয়াসমিন।
বাগমারায় রেজিস্ট্রেশন বিহীন যে সকল ক্লিনিক রয়েছে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য দাবী জানিয়েছেন এই মানববন্ধনে।