রাঙ্গামাটি কাপ্তাইয়ে উপজেলায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর’র রাঙামাটি জেলা কার্যালয় কতৃক কাপ্তাই উপজেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
২৭সেপ্টেম্বর-২০২২ইং রোজ মঙ্গলবার কাপ্তাইয়ের বিভিন্ন বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারি পরিচালক রানা দেব নাথ।
এসময় কাপ্তাই উপজেলার নতুন বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনাকালীন সময়ে ভোক্তা-অধিকার লঙ্ঘন করার অপরাধে ৩টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ৬হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।তৎমধ্যে মেয়াদউত্তীর্ণ পণ্য, অবৈধ ভাবে বিএসটিআই লোগো ব্যবহার করায়,”মা বেকারীকে” ৫হাজার টাকা,মূল্যতালিকা না রাখা ও মেয়াদউত্তীর্ণ পণ্য রাখায় রাঙ্গুনিয়া স্টোরকে ৫শত ও শাহ আব্দুল ষ্টোরকে ৫শতসহ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়া নিত্যপ্রয়োজনীয় পন্যের বাজার পরিদর্শন ও তদারকি করা হয়।সেইসাথে জনসচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন কাপ্তাই উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ ইলিয়াছ ও কাপ্তাই থানা পুলিশ সদস্যরা।