1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
রংপুরের গংগাচড়ায় শ্রী শ্রী শ্যামাপুজা অনুষ্ঠিত। - দুরান্ত টিভি
December 29, 2024, 10:10 pm
শিরোনাম :
নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত সিলেট জেলা প্রেসক্লাবে খোলস পাল্টিয়ে প্যানেল গ্রুপের ছায়া তলে ঘর বাঁধার স্বপ্ন দেখছে আওয়ামী দোসররা! বাংলাদেশ ছাত্র-যুব মতুয়া মহাসংঘের কাউন্সিল অধিবেশন উপলক্ষ্যে মহাসম্মেলন নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

রংপুরের গংগাচড়ায় শ্রী শ্রী শ্যামাপুজা অনুষ্ঠিত।

রিপোর্টার:
  • সময়: Friday, October 28, 2022,
  • 116 Time View

রংপুরের গংগাচড়া উপজেলার কোলকোন্দ বটতলা যুব সমাজের উদ্যোগে শ্রী শ্রী শ্যামা মায়ের পুজা উদযাপন করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।এই উৎসব ২৪ অক্টোবর সোমবার (অষ্টমী) ও ২৫ অক্টোবর মঙ্গলবার(নবমী)এবং২৬ অক্টোবর বুধবার (দশমীর)মধ্য দিয়ে তিনদিন ব্যাপী জাঁকজমকপূর্ণ ভাবে উৎসবটি পালন করেন।

এছাড়াও এই পুজা সম্পর্কে সনাতন ধর্মাবলম্বীদের জিজ্ঞাসা করলে তারা বলেন,চৌদ্দ বছর বনবাসান্তে ভগবান রামচন্দ্র ও ভ্রাতা লক্ষণ,রাবণকে বিজয়াদশমী দিনে বধ করেন।আর এই দীপাবলি তিথিতে অযোধ্যায় প্রত্যার্বতন করেন।অযোধ্যাবাসীগণ ভগবান রামচন্দ্রের প্রত্যার্বতনে যেন প্রাণ ফিরে পেলেন।তাই ভগবদ্বিরহ অমানিশার ঘোর কালিমা অমাবস্যা রাতে প্রদীপ প্রজ্জলন করে অন্ধকার ঘুচিয়ে আলো করে তাঁরা আনন্দে আত্মহারা হয়ে,গৃহচূড়ায়-বাতায়নে-মাঠে-ঘাটে নগরীর প্রাসাদে দীপমালিকা প্রজ্জ্বলন করে তাঁদের প্রভুকে বরণ করেছিলেন।

সেই উৎসব স্মরণেই দীপাবলি উৎসব পালিত হয়।
এই দিনই ভগবান শ্রীকৃষ্ণের দামবন্ধন লীলা সংঘটিত হয়।

এসময় অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি শ্রী প্রমোদ চন্দ্র রায়,সহকারী শিক্ষক, হাজী দেলোয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রী রবীন্দ্রনাথ সরকার (রিপন),সভাপতি,বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা,শ্রী পলাশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট রংপুর জেলা শাখা,শ্রী বিদ্যুৎ চন্দ্র রায়, সভাপতি,বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট রংপুর জেলা শাখা।

উপস্থিত ছিলেন কোলকোন্দ বটতলা যুব সমাজের সভাপতি মহোদয় সহ অন্যান্য নেতৃবৃন্দ,অনুষ্ঠানটিতে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র ও যুব মহাজোট রংপুর জেলা শাখার উদ্যোগে বুধবার রাতে আরতি ও গীতা পাঠ প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরণ করেন। শেষে সকলে বক্তৃতা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত ঘোষনা করা হয়।

 

রিপোর্টারের নামঃ-
রবীন্দ্রনাথ সরকার রিপন-স্টাফ রিপোর্টার তারিখঃ২৮/১০/২০২২

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x