মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ৭৪জন কৃষক-কিষাণীর মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়েছে।
আজ সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এসব বিতরণ করে।উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানান, অনাবাদী,পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় কৃষক-কিষাণীদের মাঝে প্রত্যেককে দেড় শতক জমিতে শাকসবজি ও ফলমূল আবাদের জন্য বিভিন্ন উপকরণ দেওয়া হয়েছে।ফলের মধ্যে জাম্বুরা,মাল্টা,,লেবু,পেঁপে ও পেয়ারার চারাগাছ এবং সবজির মধ্যে লাউ,কুমড়া,চালকুমড়া,শসা,শিম, বরবটি,পুঁইশাক,পালং শাক,লালশাক ও ঢেঁড়সের বীজ বিতরণ করা হয়।তিনি আরও জানান,বীজ ও চারাগাছ ছাড়াও রাসায়নিক ও জৈব সার,বীজ রাখার পাত্র,ঘেরা বেড়ার জন্য জাল,সিঞ্চন যন্ত্র প্রদান করা হয়।