মুন্সীগঞ্জের লৌহজংয়ে জাতীয় পার্টির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।উপজেলা জাতীয় পার্টির আয়োজনে উপজেলার মাওয়া জাতীয় পার্টির কার্যালয়ে আজ রবিবার সকালে এই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।জাতীয় পার্টির কেদ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও লৌহজং উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাহাম্মদ নোমান মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ মোহসীন হাওলাদারের সঞ্চালনায় কর্মী সম্মমেলনে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারন সম্পাদক মো.তাজুল ইসলাম হাওলাদার,উপজেল জাতীয় পার্টির সহ সভাপতি ডা:আবুল কালাম আজাদ,ডা: মো. হুমায়ুন,যুগ্ম সম্পাদক মো.শাহজামাল কালু, সাংগঠনিক সম্পাদক মোোঃ মহিবুল হাসান বাদল, মো.গোলাম রাব্বানী,মো.ফারুক খান,মো.মাসুদ খান, উপজেেলা ছাাত্র সমাজের সভাপতি মো.নাজিউর রহমান লিপু, শেখ মো.কামাল,মো.ইব্রাহিম ঢালী, মো. নাহিদ,মো.রায়হান রাজা,হাজী মজিবুর রহমান হাওলাদার,মোঃআসলাম শেখ,মো.টিটু,মো.মনির হাসান,মোঃ দীন ইসলাম, মোোঃ মহিউদ্দিন মোহন, মো ফারুক বেপরীসহ উপজেলা ও ইউনিয়ন জাতীয়পার্টি অঙ্গ সংগঠনর বিভিন পর্যায়র নেতা কর্মীরা এ সম্মমেলনে উপস্থিত ছিলেন।