আজ ৩ ডিসেম্বর শনিবার মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইসলামী শ্রমিক আন্দোলন লৌহজং উপজেলা শাখার কার্যালয়ে মাসিক সভা অনুষ্ঠিত হয়।উক্ত সংগঠনের সভাপতি মো: নুরুল হক ফরাজীর সভাপতিত্বে ও সেক্রেটারি আ স ম আবু তালেবের সঞ্চালনায় বক্তব্য পেশ করেন যুগ্ম সম্পাদক মো: আবু তালেব,প্রশিক্ষণ সম্পাদক মো: আবুল বাশার, দোকান হোটেল রেস্তেরাঁ ও প্রতিষ্ঠান শ্রমিক বিষয়ক সম্পাদক রুহুল আমিন,প্রচার এবং দাওয়াহ সম্পাদক মো: লিটন কাজী,অর্থ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন ও অন্যান্য নের্তৃবৃন্দ।সভায় জেলা থেকে প্রেরিত কুপনের অর্থ কিভাবে দ্রুত আদায় করে জেলার মাধ্যমে কেন্দ্রে প্রেরণ করা যায়।
এ নিয়ে মাসোয়ারা করা হয়।সভায় শ্রমিক নেতারা যেন নিয়মিত সভায় উপস্থিত থাকতে পারে এজন্য আগামী মাস থেকে মাগরিব বাদ মাসিক সভার সিদ্ধান্ত নেয়া হয়।সভা শেষে মাসিক এয়ানতের টাকা উত্তোলন করা হয়। এবং আগত নেতাদের চা ও বিস্কুট দিয়ে আপ্যায়ন করা হয়।