1. ezequielsreyes@gmail.com : admin :
  2. freelencershakil72@gmail.com : Sr Shakil : Sr Shakil
মুন্সীগঞ্জবাসীর অভিমত দিন শেষে DXNই সেরা বলে আখ্যায়িত করলেন। - দুরান্ত টিভি
December 27, 2024, 2:59 am
শিরোনাম :
নিয়ামতপুরে ৮ং বাহাদুরপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত নিয়ামতপুরে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে বিএনপির লিফলেট বিতরণ মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট সিটি প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শহীদদের শ্রদ্ধায় বোয়ালখালীতে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ টঙ্গীতে বিজয় দিবস পালন ক‌রে‌ছে বিএন‌পির নেতাকর্মীরা মৌলভীবাজারে মহান বিজয় দিবসে স্মৃতিসৌধে পুষ্পস্তবক নড়াইলে মহান বিজয় দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত সিলেটে প্রতারণা ও দুর্নীতির আশ্রয় নিয়ে মন্দিরভিত্তিক শিক্ষক নিয়োগ,জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দুমকিতে কৃষক দলের বর্ণাঢ্য র‍্যালীর মধ্যে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মুন্সীগঞ্জবাসীর অভিমত দিন শেষে DXNই সেরা বলে আখ্যায়িত করলেন।

আ স ম আবু তালেব-মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি।
  • সময়: Thursday, November 17, 2022,
  • 72 Time View

DXN এর প্রতিটি পণ্য কেমিক্যাল মুক্ত ও মানব দেহে উপকারী মাশরুম দিয়ে প্রস্তুত বিধায় দিন দিন বিশ্বের প্রায় ২২০টি দেশে ব‍্যাপক চাহিদা বাড়ছে। পাশাপাশি বেকারত্বের অবসান ঘটছে বলে জানা গেছে। DXN এর ব‍্যবসায়িক পার্টনার সোফায়েল আহম্মেদ(৫৩ )আমাদের প্রতিনিধিকে জানান,DXN এর পণ্য কিনলেই শুধু ব‍্যবহারের মধ্যেই সীমাবদ্ধ থাকেনা।সুস্থ থাকা যায়,মাস শেষে বোনাস পাওয়া যায় ও ফ্রিতে আইডি খুলে ব‍্যবসায়িক পার্টনার হওয়া যায়।সুস্থ কিভাবে থাকা যায় এ ব‍্যাপারে প্রশ্ন করলে তিনি জানান, সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত ও মাশরুম দিয়ে তৈরি DXN এর পণ‍্য ব‍্যবহারে মানব দেহের বিভিন্ন রোগ প্রতিরোধ করে।এ পণ্য ঘরে রাখা মানেই ঘরের মধ্যে সার্বক্ষণিক মিনি ফার্মেসী এবং যোগ‍্যতম ডাক্তার রাখা।সুতরাং,DXN এর পণ্য নিয়মিত ব‍্যবহার করা মানেই সুস্থ থাকা।সত‍্যতা যাঁচাইয়ের জন্য আমাদের দূরন্ত টিভির প্রতিনিধি DXNএর পণ্য ব‍্যবহারকারী লৌহজংয়ের যশলদিয়ায় বসবাসরত মু.আবুল খায়ের বাবুলের (৪৫)নিকট গেলে তিনি জানান।


DXN এর গোসলের সাবানের রয়েছে বিশেষ গুণ। শরীরের রং ফর্সা করে।চোখের নীচের কালো দাগ দূর করে।মেছতা, এ‍্যালার্জী ও দাঁদ সহ চর্ম রোগ থেকে পরিত্রান পাওয়া যায়।এই সাবান কেমিক্যাল মুক্ত বিধায় কোন পার্শপ্রতিক্রিয়া নেই।DXN গণজি টুথপেস্টের বৈশিষ্ট্য হলো,নিয়মিত ব‍্যবহারে দাঁতের রক্ত ​​পড়া বন্ধ হয়।দাঁতের ক্যারিস ধ্বংস করে।দাঁতের ক্ষয় রোধ করে।দাঁতের কাপড় পরা বন্ধ করে।দাঁত মজবুত করে।দাঁত পরিষ্কার রাখে।দাঁতের কালো দাগ দূর করে।ডেন্টাল ক্যালসিয়াম বৃদ্ধি করে।এই টুথপেস্টে কোনো ক্ষতিকর কৃত্রিম রং নেই।শতভাগ গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি।তাছাড়া,পুড়ে গেলে,
কেটে গেলে,শেভ করার পর মুখে নিয়ে ১মিনিট পর ধুয়ে ফেললে ত্বকের ক্ষতি হয়না।বরং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায়।মাথা ব‍্যথা ও খুশকি দূর করে।
অন‍্যান‍্য পণ্যেরও রয়েছে হরেকরকম ওষুধি গুণ। DXN এর পণ্য কিনলে বাসা হবে মিনি ফার্মেসী। পরিবার থাকবে সুরক্ষিত।পাশাপাশি কোম্পানি আপনাকে বোনাস দিবে।তাছাড়া অনলাইনে কাজ করলে হওয়া যায় DXNএর বিজনেস পার্টনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খরব
এই ওয়েবসাইটের কোন লেখা,ছবি,অডিও,ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি। © All rights reserved © 2023
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Smart iT Host
x