নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় আগামী ১১ জুলাই রোজ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন।জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় খাদ্য-মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি ।
সম্মেলনকে ঘিরে রংবেরঙের ব্যানার ফেস্টুন দিয়ে সাজানো হচ্ছে উপজেলার প্রধান সড়কগুলো। পাড়া-মহল্লা থেকে শুরু করে উপজেলার সর্বস্তরের চা স্টলগুলোতে বইছে সম্মেলনের ইমেজ।
চা আড্ডার মাঝখানে চলছে কতশত বিশ্লেষণ। কেউ বলছেন, তৃণমূলের ভোট না নিয়ে কমিটি ঘোষণা দেওয়াটা অনেক ভালো হবে। দলের ভিতরে মনকষাকষি বা কোন্দলও থাকবে না। কেউ কাউকে দোষারোপও করতে পারবে না। আবার কেউ কেউ বলছেন, তৃণমূলের ভোটে নেতা নির্ধারন হলে হয়তোবা কর্মীরা আরো চাঙ্গা হতো। তাদের এই বিশ্লেষণ দেখে মনে হচ্ছে তারা যেনো এক একজন রাজনৈতিক বিশ্লেষক। সম্মেলনের ইমেজ যে, সর্বস্তরে পৌঁছে গেছে তা চা আড্ডা থেকেই বুঝা যায়।
প্রবীন ও নবীন মিলিয়ে সভাপতি ও সাধারন সম্পাদক পদে প্রার্থীরা তাদের প্রচার প্রচরণা চালিয়ে যাচ্ছে । এর ভিতর নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক এবং নিয়ামতপুর উপজেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক “মাহাদি হাসান পায়েল”-কে আসন্ন নিয়ামতপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি বার্ষিক সম্মেলনে সাধারণ সম্পাদক হিসেবে দেখতে চাই উপজেলাবাসী ।
এই বিষয়ে “মাহাদি হাসান পায়েল” বলেন,আগামী ১১ জুলাই সম্মেলনকে সুন্দর ও স্বতস্ফূর্ত করতে আমার উপজেলার আওয়ামী যুবলীগের কর্মীরা সহযোগী সংগঠন হিসাবে যথাসাধ্য কাজ করে যাচ্ছে। সামনে জাতীয় নির্বাচন, আমি বিশ্বাস করি জাতীয় নির্বাচনকে প্রাধান্য দিয়েই নিয়অমতপুর উপজেলা আওয়ামীলীগের একটি সুন্দর কমিটি উপহার দিবেন উর্দ্ধতন নেতৃবৃন্দ। সর্বোপরি আগামী ১১ জুলাই সম্মেলন সুন্দর ও সফল হোক।