প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গংগাচড়া উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।এতে উপস্থিত ছিল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতা-কর্মীরাও সোমবার ২২ মে-২০২৩ইং বিকেলে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ অফিস থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে গংগাচড়ার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্টের গোল চত্ত্বরে এসে শেষ হয়।সেখানে অনুষ্ঠিত হয় প্রতিবাদ সমাবেশ।সমাবেশে উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন তার বক্তব্যে প্রধানমন্ত্রীকে প্রাণনাশের হুমকিদাতার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়।