মাদারীপুরে শিবচরে ইসলামি ব্যাংকের ৩৮৬ তম শাখা শুভ উদ্বোধন করেন-চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী।
মাদারীপুর জেলা শিবচর উপজেলা ৩৮৬তম ইসলামি ব্যাংকের শাখা উদ্বোধন হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি।এসময় তিনি বলেন বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্ম না নিলে আমরা উন্নত দেশ পেতাম না।
বুধবার সকালে শিবচর পৌর এলাকায়,ডি আইজি সুপার মার্কেট দোতলায়”ইসলামী ব্যাংক উদ্বোধনকালে জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম লিটন চৌধুরী (এমপি)এই কথা বলেন ইসলামি ব্যাংকের সিইও মোহাম্মদ মনিরুল মাওলা সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যান মুনির চৌধুরী,শিবচর উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ মোল্লা,শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিবুল ইসলাম,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ সেলিম,উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সদস্য মোঃ ইলিয়াস পাশাসহ স্থানীয় ব্যক্তিত্ব ও প্রিন্ট,ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।