মণিরামপুর রোহিতা ইউনিয়নের এড়েন্দা গ্রামে সন্ত্রাসী,চাঁদাবাজ,ভূমিদস্যু, হত্যা মামলার আসামী মাজিদ বাহিনীর অত্যাচারে অতিষ্ট এক অসহায় মুক্তিযোদ্ধা পরিবার। আদালতে মামলা,বিভিন্ন প্রশাসনিক দপ্তরে অভিযোগ এবং সংবাদ সম্মেলন করেও রেহায় পাচ্ছে না মজিদ বাহিনীর হাত থেকে। তুলে নিয়ে খুন গুম করার হুমকী দিয়ে যাচ্ছে একের পর এক।মজিদ বাহিনীর প্রতিনিয়ত হুমকীর কারণে বাইরে বের হতে পাচ্ছে না মুক্তিযোদ্ধা পরিবারটি।
জানা যায়,বয়ঃবৃদ্ধ বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোড়ল এর মেজো ভাই মৃত জিয়াদ আলী মোড়ল, ৩০-৩৫ বছর আগে মণিরামপুর থানার এড়েন্দা মৌজায় ৪৪০, ৪৫১, ৪৫২ দাগে মোট ৪০.৫০ শতক জমি বিভিন্ন দলিল মূলে খরিদ করে ভোগদখল করা অবস্থায় কয়েকবছর আগে ২ পুত্র ও ১ স্ত্রীকে ওয়ারেশ রাখিয়া মৃত্যুবরন করেন।তার মৃত্যুর পর তার ওয়ারেশগণ উক্ত জমাজমি প্রাপ্ত হয়ে এযাবৎকাল ভোগদখল করে আসছেন।এমতাবস্থায় উক্ত জমাজমি নিয়ে ওই এলাকার মৃত এলাহী বক্স এর বড় ছেলে ভূমিদুস্য,সন্ত্রাসী মজিদ সরদার ও তার বাহিনী জমি দখলের জন্য নানা সময় নানা মুখি ষড়ষন্ত্রে লিপ্ত হয়।তার ষড়যন্ত্র থেকে বাঁচতে মুক্তিযোদ্ধা পরিবারটি বিভিন্নভাবে আপোষ মিমাংসা করতে চেষ্টা করে কিন্তু তাতে ব্যর্থ হয় বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মোড়ল।গত ১২মে শুক্রবার সকালে ওই জমি জোর দখলের জন্য আব্দুল মজিদ সরদার ও এড়েন্দা গ্রামের ছোট এলাইহিবক্স সরদারের ছেলে মোঃ শাহিদ, মৃত বিলায়েত আলী সরদারের ছেলে তকোব্বর হোসেন, মৃত আমজেদ আলী সরদারের ছেলে আব্দুস সাত্তার,মৃত অজ্জেদ সরদারের ছেলে আজগর,মৃত আজিজ আলী সরদারের ছেলে জাকির হোসেন, খালেক সরদারের ছেলে রফিকুল,মৃত কাদের সরদারের ছেলে ইমামুল সহ অজ্ঞাত আরো ৪০/৪৫ জনের বিশাল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্র দা,শাবল, কাস্তে, হাসুয়া,বাঁশের লাঠি,গাছের ডাল,লোহার রড নিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মহিলা মেম্বর এর উপস্থিতিতে ওই জমি দখলের জোর চেষ্টা করলে ভুক্তভোগী মুক্তিযোদ্ধার পরিবার ও প্রতিবেশিরা বাধা দেন।এসময় তাদেরকে বিভিন্নভাবে মারপিট করে রক্তাত্ত জখম করে মজিদ বাহিনী।এতে বীরমুক্তিযোদ্ধা আব্দুল খালের ছেলের বৌ সুফিয়া খাতুন,বাবু সহ ৪জন গুরুতর জখম হয়।তখন তাদের আত্মচিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এসে তাদেরকে উদ্ধার করে মনিরামপুর সরকারী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন।এলাকাবাসীর পরামর্শে মফিজুর রহমান বিজ্ঞ সিনিয়র মনিরামপুর সহকারী জজ আদালতে একটি দেওয়ানী মামলা দায়ের করেন যার নম্বর: ১২৫/২৩ উক্ত মোকদ্দমায় বিজ্ঞ আদালত ওই জমিতে স্থিতিবস্থা বজায় রাখার জন্য গত ১৮মে আদেশ দেন।
এতে মজিদ বাহিনী আরো ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে খুন গুমের হুমকি দিচ্ছে এবং বিরোধী জমি দখলের জোড় চেষ্টা চালাচ্ছে ও বলে বেড়াচ্ছে পুলিশ আমার হাতের মুঠোয় মামালা করে কোন লাভ নেই।ভূমিদস্যু,হত্যা মামলার আসামী মজিদ বাহিনী হাত থেকে বাঁচতে পুলিশ-প্রশাসনের আশুহস্তক্ষপ কামনা করেছেন ভূক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবার।এলাকাবাসীও এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে দাবি জানিয়েছেন।