রিপোর্টারের নামঃ আশিকুর রহমান শান্ত-ভোলা প্রতিনিধি।
ভোলার বোরহানউদ্দিন উপজেলার দেউলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের তালুকদার হাট এলাকার শাহিন হাওলাদারের বালুর ঢিবি থেকে রনি(২৪) নামের এক ট্রাক শ্রমিকের গালাকাটা লাশ উদ্ধার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
রবিবার(২৩ অক্টোবর-২০২২ইং)দুপুরে ওই ট্রাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।উদ্ধার হওয়া মৃত ওই ট্রাক শ্রমিক বোরহানউদ্দিন পৌর এলাকার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মফিজল দালাল এর ছেলে।
মৃত রনির স্বজনরা জানান, ঢাকায় ট্রাকের হেল্পার হিসেবে কর্মরত ছিলেন রনি।গত ৪ দিন আগে ঢাকা থেকে বাড়িতে বেড়াতে আসেন তিনি।শনিবার রাত ৯ টার পর থেকে নিখোঁজ হন রনি।রবিবার দুপুরে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।তবে রনির গালাকাটা লাশ উদ্ধারের পর থেকেই ঘটনার তদন্ত করছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
এ বিষয় বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন মিয়া জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি এটি একটি হত্যা কান্ড, ঘটনার তদন্ত চলছে, তদন্ত শেষে এ হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
বিঃদ্রঃ- কোন প্রতিনিধি রাষ্ট্রীয় বিরোধী,নিজেরস্বার্থে,কাউকে ফাঁসানোর জন্য নিউজ করবেন না—-
আদেশক্রমে—-
www.durantotv24.com-News Portal(দুরান্ত টিভি ২৪ ডটকম)এর প্রধান উপদেষ্টা সম্পাদক মোঃ সাজ্জাদ আলম খান সজল