ভোলায় পানিতে ডুবে এক শিশু কন্যার মৃত্যু।
ভোলার চরফ্যাশন উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান(৩)নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার(৯সেপ্টেম্বর)সকাল ১১টা ৩০মিনিটের দিকে উপজেলার ওমরপুর ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত শিশু নুসরাত ওই ইউনিয়নের গণু সর্দার বাড়ির আল আমীন হোসেনের মেয়ে।চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মো.মাকসুদুর রহমান মুরাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ওই শিশু বাড়ির উঠানে খেলাধুলা করছিল।এ সময় শিশুটির মা ঘরে রান্নাবান্নার কাজে ব্যস্ত ছিল।বেলা সাড়ে ১২টার দিকে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে নুসরাতের মা দেখেন নুসরাতের মরদেহ পুকুরের পানিতে ভাসছে।তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুসরাতকে মৃত ঘোষণা করেন।