ব্রাহ্মণবাড়িয়াতে বিদেশি রিভেলবারসহ ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন ঘাটুরা এলাকা থেকে বিদেশি রিভেলবারসহ ২জন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে RAB-14,সিপিসি,ভৈরব ক্যাম্পের সদস্যরা।
গ্রেপ্তারকৃতরা হলেন ১|মোঃ হান্নান মিয়া(২৫)পিতা মৃত:শানু মিয়া সাং-খৈয়াসার ২|মোঃ শফিউল আলম সাগর(২৪)সাং-মৌলভী হাটি,কাজীপাড়া উভয় থানা জেলা ব্রাহ্মণবাড়িয়া।
২৪শে আগস্ট-২০২২ইং রোজ বুধবার অনুমানিক রাত ১১টার দিকে RAB একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জেলা সদর থানাধীন ঘাটুরা সাকিনস্থ লতিফিয়া জামে মসজিদের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক সড়কের উপর অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসীদ্বয়কে আটক করতে সক্ষম হয়েছে।
এসময় ধৃত আসামি মোঃ মান্নার মিয়ার নিকট হতে ১টি বিদেশী রিভলবার এবং মোঃ শফিউল আলম সাগর নিকট হতে অস্ত্র ক্রয়ের জন্য আনা নগদ ৮,৫০০হাজার টাকা উদ্ধার ও জব্দ করে তাদেরকে গ্রেফতার করে।উদ্ধারকৃত এবং ধৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে।