রিপোর্টারঃ-পিরোজপুর প্রতিনিধিঃ-ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছাত্রদল নেতা নয়ন মিয়াকে গুলি করে হত্যার প্রতিবাদে পিরোজপুরে সমাবেশ করেছে জেলা বিএনপি। আজ মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু সঞ্চালনায় সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা,পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ শহিদুল্লা শহিদ,পিরোজপুর জেলা বিএনপির জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেখ হাসানুল কবির লিন,পিরোজপুর জেলা জাসাসের সভাপতি জাহিদ হাসান,পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, পিরোজপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এমডি বদিউজ্জামান শেখ রুবেল,পিরোজপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন কুমার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: নাদিম সেখ।
এসময় বক্তারা বলেন,ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছাত্রদল নেতা নয়ন মিয়াকে হত্যার বিচার করতে হবে।নিরপেক্ষ নির্দলীয় তত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।আগামী ১০ডিসেম্বরের সমাবেশ হবে সর্বকালের সেরা সমাবেশ।পিরোজপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ আমরা সবাই একসাথে সমাবেশে যোগদিবো।এ সমাবেশের মধ্য দিয়েই নতুন সূর্যের উদয় হবে।
পিরোজপুর প্রতিনিধি।