বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে ৫নভেম্বর মাসে সফল করতে পিরোজপুরে প্রস্ততি সভা করেছে জেলা বিএনপি।
আগামী ৫ নভেম্বর বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশকে সফল করতে পিরোজপুরে প্রস্ততি সভা করেছে জেলা বিএনপি,২৭অক্টোবর-২০২২ইং রোজ বৃহস্পতিবার বিকালে জেলা বিএনপি’র আয়োজনে একটি কমিউনিটি সেন্টারে প্রস্ততি সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান।
পিরোজপুর জেলা আহবায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচীব গাজী ওয়াহেদুজ্জামান লাভলু’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এছাড়াও বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন।সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু।কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল প্রমুখ।
এসময় জেলা বিএনপি ও অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন,আওয়ামীলীগ এখন জনবিচ্ছিন্ন দল।বিএনপির জনমত দেখে তারা আতঙ্কিত তাই বিএনপির সমাবেশকে তারা বাঁধা দিচ্ছে।তিনি আরোও বলেন,বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার করে তাকে মুক্তি দিতে হবে।এ সময় তিনি জনগনের অধিকার প্রতিষ্ঠা করে নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবী জানান।
এ সময় তিনি চলমান গনতান্ত্রিক লড়াইয়ে বাঁধা না দিয়ে ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার জন্য আওয়ামীলীগের প্রতি আহবান জানান।বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করতে বিভিন্ন পলিসি নিয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গ্রহন করা হয়।
রিপোর্টারের নামঃ—তামিম সরদার-পিরোজপুর প্রতিনিধি।