রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি–বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের ভূমি জটিলতা নিরসনে গত ১৭ জুলাই ২০২২ সালের সর্বশেষ নির্দেশনাকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে চলছে বটিয়াঘাটা ভূমি অফিসে নামজারি কেস খারিজের মহোৎসব।যা দেখার কেউ নেই।গত জুন মাসে ঈদুল আজহার উৎসব পালন করতে সরকারি ছুটির দিনেও চলেছে নামজারি কেস খারিজের হিড়িক।যা দেখে ভূক্তভোগীরা হতবাক হয়েছে। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কোন নামজারি কেস নোটিশ ছাড়া অথবা ভূক্তভোগী কাছে স্ব-পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র কম থাকলে কাগজপত্র নিয়ে আসার ও কাগজপত্র কম থাকলে তা নিয়ে আসার অনুরোধ করতে হবে।অন্যথায় কোন নাম-পত্তন কেস খারিজ করা যাবে না।অথচ বটিয়াঘাটা ভূমি অফিস ভূক্তভোগীকে কোন প্রকার নোটিশ ছাড়া ঈদুল আজহার ছুটি কালীন সময়ে কৃত্রিম সমস্যা দেখিয়ে নানা অজুহাতে জুন মাসে প্রায় কয়েক হাজার নামজারি কেস খারিজ করে দিয়েছে।এতে করে আবেদন-কারীদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।পাশাপাশি ভূক্তভোগী অর্থনৈতিক ভাবে যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, অন্যদিকে তেমনি সময়ের অপচয় হচ্ছে।এব্যাপারে অধিকাংশ আবেদনকারী এপ্রতিবেদকে বলেন,নামজারি কেসের সময় চলে যায় নায়েব ও সার্ভেয়ার রিপোর্ট নিতে। কারণ তাদের শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কেসের রিপোর্ট পায় না ভূক্তভোগী আবেদনকারী।এব্যাপারে সহকারী কমিশনার(ভূমি)এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি এপ্রতিবেদকে বলেন, ভুক্তভোগীদের মোবাইল ফোনে নামজারি কেসের শোনানীর ম্যাসেজ দেয়া হয়।কিন্তু ভূক্তভোগী যদি কেসের শোনানীতে অংশগ্রহণ না করে অথবা কেসের আবেদন করে কোন খোঁজখবর না নেন সে ক্ষেত্রে উক্ত ভূক্তভোগীর কেস খারিজ করা হয়।মোট কথা কারণ ছাড়া কোন নামজারি কেস খারিজ করা হয় না।
এব্যাপারে ভূক্তভোগীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে ।