বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাজস্ব খাতের অর্থায়নে প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারণ কার্যক্রমের আওতায় যন্ত্রের মাধ্যমে ধান কর্তন ও মাঠ দিবস গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় স্থানীয় জলমা ইউনিয়নের চরা এলাকায় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ইয়াসির আরেফিন।উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রবিউল ইসলাম’র স্বাগত বক্তব্যে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষাণ অফিসার কৃষিবিদ জাকিয়া সুলতানা,উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন।
মাঠ দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত উপ- সহকারী কৃষি অফিসার জীবানন্দ রায়,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,বাংলাদেশ প্রেসক্লাব উপজেলা শাখার সদস্য সচিব মহিদুল ইসলাম শাহীন,জলমা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পার্থ রায় মিঠু,জলমা ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান মনোয়ার বেগম শিউলি,ইউপি সদস্য যথাক্রমে অশোক কুমার মন্ডল,গৌরাঙ্গ হালদার,নারী নেত্রী আফরোজা বেগম,গোবিন্দ সরকার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা যথাক্রমে মোস্তাফিজুর রহমান,ধ্রুব জ্যোতি সরকার সহ শত শত কষৃক ও কৃষানী।অনুষ্ঠানের পূর্বে প্রধান অতিথি রিপার মেশিনের মাধ্যমে ধান কর্তনের শুভ উদ্ভোধন করেন।