রিপোর্টারঃ ইন্দ্রজিৎ টিকাদার,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি-বটিয়াঘাটা মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৩-২০২৪ অর্থ বছরে উপজেলার সরকারি,বে-সরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের জলাশয়ে গতকাল বুধবার বেলা ১২ টায় পোনা মাছ অবমুক্ত করা হয়।সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত পোনামাছ অবমুক্ত করণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন,পল্লী উন্নয়ন অফিসার সুলতানা নাসরিন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমীর আলী সহ মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদের পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয় ।